কেকে বিদায়ের ১ বছর পার, আজকেই দিনেই চিরতরে ছেড়েছিলেন এশহর।


কলকাতা: আর দশটা দিনের মতোই ছিল বাইশ সালের ৩১ মে। এশহরে অনুষ্ঠান করতে এসেছিলেন কেকে। তবে ফিরে আর যাওয়া হয়নি। এশহরকে ভালবেসে গান উপহার দিয়েই নিয়েছিলেন চিরবিদায়। ঠিক একবছর আগে সন্ধ্যা শেষে এসেছিল খারাপ খবরটা। সারা দেশ কেঁপে উঠেছিল একলহমায়। ৩১ মে ২০২২ চির ঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন কেকে। আজ প্রথম মৃত্যুবার্ষিকী।


Post a Comment

Previous Post Next Post