টানা ৫৩ ঘণ্টা জেরার পর আটক মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। বাগুইআটির অভিজাত আবাসন থেকে আটক করা হয়েছে তাঁকে। নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে।
রেশন বন্টন দুর্নীতি নিয়ে কিছুদিন ধরেই তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির নজরে ছিলেন রাজ্যের মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। তিনি থাকতেন বাগুইআটির একটি অভিজাত আবাসনে। শোনা যায়, এক মন্ত্রীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁর। বুধবার ভোরে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। শুক্রবার দুপুর পর্যন্ত চলে টানা তল্লাশি। বেলা ১২ টা নাগাদ আটক করা হয় ব্যবসায়ীকে। তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে।
ইডির সঙ্গে গাড়িতে ওঠার সময় মন্ত্রী যোগ নিয়ে একাধিক প্রশ্ন করা হলেও কোনও উত্তর দেননি বাকিবুর। শুধু জানান, তিনি ব্যবসায়ী। জানা গিয়েছে, ব্যবসায়ীর বাড়িতে একাধিক নথি বাজেয়াপ্ত করেছে ইডি। যা তদন্ত এগোতে সহযোগিতা করবে বলে মনে করা হচ্ছে।