পাগল কুকুরকে তুলে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বেহালা গোপাল মিশ্র রোডে ।


খবর বাংলা ডিজিটাল ডেস্ক :

পাগল কুকুরকে তুলে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বেহালা গোপাল মিশ্র রোডে উত্তেজনা  । এলাকাবাসীর অভিযোগ ওই পাগল কুকুরটি কদিনের মধ্যেই প্রায় ৫০ জনেরও বেশি মানুষকে মারাত্মক রকম ভাবে কামড়ে ক্ষতবিক্ষত করেছে। তাই এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই এলাকার পৌর প্রতিনিধি সংহিতা দাসের তত্ত্বাবধানে কলকাতা পৌরসভার তরফ থেকে ওই পাগল কুকুরটিকে তুলে নিয়ে যেতে আসেন পৌরসভার কর্মীরা, তখনই শুরু হয় গন্ডগোল । এলাকাবাসীর অভিযোগ ওই এলাকারই এক বাসিন্দা নাম তীর্থঙ্কর রায় ওরফে তুহিন বলে এক ব্যক্তি ওই পাগল কুকুরটিকে নিজের বাড়িতে লুকিয়ে রেখেছে। এবং পৌরসভার কর্মীদের সেই কুকুরটিকে তুলে নিয়ে যেতে বাধা দেন তিনি । তখনই ওই বাসিন্দার সাথে এলাকাবাসীর কথা কাটাকাটি শুরু হয়। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পর্ণশ্রী থানার পুলিশ । এরপরই পুলিশের তত্ত্বাবধানে তীর্থঙ্কর নামের ওই ব্যক্তি কুকুরটিকে কলকাতা পৌরসভার হাতে তুলে দিতে বাধ্য হয়।

Post a Comment

Previous Post Next Post