বর্ধমান: লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় বার্তা মমতার।এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক সরকারি প্রকল্প নিয়ে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, '১৩ লক্ষ মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন।'
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা দুয়ারে সরকার করেছিলাম। আপনারা অনেকেই নাম লিখিয়েছিলেন। 'সরাসরি মুখ্যমন্ত্রী' পরিষেবায় আপনারা অনেকে লিখেছিলেন , আমরা সবকিছুতেই নজর রেখেছি। যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন, এবং সরাসরি মুখ্যমন্ত্রী-তে আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে থেকে, আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ৬ টি প্রকল্পে আরও বিপুল সংখ্যক মানুষকে, আমরা যুক্ত করছি।১৩ লক্ষ মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। বার্ধক্য ভাতা, সেন্ট্রাল টাকা দেয় না। দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রীতে নাম লিখিয়েছেন।৯ লক্ষ মানুষকে ১ ফেব্রু থেকে নতুন বার্ধক্য ভাতা। আরও ১ লক্ষ ৪ হাজার মহিলা বিধবা ভাতা পাবেন। আরও ৭ হাজার মানবিক ভাতা। কন্যাশ্রী প্রকল্পে ১০ লক্ষ নতুন। ৮৫-৯৫ সেঞ্চুরি দেখতে চাই।'