সরকারি কর্মীদের নিয়ে কড়া অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের, গাফিলতি দেখলেই শাস্তির হুঁশিয়ারি




জনগনের পরিষেবার কাজে অবহেলা ও গাফিলতির বিরুদ্ধে এবার প্রশাসনিক স্তরে যুদ্ধ ঘোষণা করলেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় (Mamata Banerjee)। রাজ্য ও জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানান, পরিষেবা আটকে রাখার অভিযোগ উঠলে সরকারি কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিতে জড়ালেও রেহাই পাবেন না সরকারি আধিকারিকরা, বলেন মুখ্যমন্ত্রী।

মুখ‌্যমন্ত্রীর কথায়, ‘‘কিছু অফিসার এই সব কাজ করছেন বলেই সরকারের বিরুদ্ধে কোথাও কোথাও প্রতিষ্ঠান বিরোধিতা দেখা যাচ্ছে। এ জিনিস আর আমি সহ্য করব না।’’ মুখ‌্যসচিবের উদ্দেশে মমতা বলে দেন, ‘‘কেউ অসহযোগিতা করলে সেকশন ৫৬ জে মোতাবেক সোজা বরখাস্ত করে দিন। তারপর আমি দেখে নেব।’’ এদিনের বৈঠকে বিভাগ ধরে ধরে ভুল-ত্রুটি গাফিলতি, এমনকী দুর্নীতির চেষ্টার কথাও তিনি স্পষ্ট বলে দেন। গয়ংগচ্ছ মনোভাব নিয়ে চলছেন যাঁরা তাঁদের সতর্ক করে তিনি বলেন, ‘‘কিছু অফিসার-কর্মী কাজে ফাঁকি দিচ্ছেন। শুক্রবার দুপুর দু’টোর সময় বেরিয়ে যাচ্ছেন। সোমবার দুপুর একটার সময় হেলতে দুলতে আসছেন। সব খবর আমি রাখি। মানুষের কাজ চালু রাখতে দরকারে শনি-রবিবারও কাজ করতে হবে। আগে কাজ পড়ে ছুটি।’’

এদিনের বৈঠকে ছিলেন মুখ‌্যসচিব-সহ সমস্ত বিভাগীয় সচিবরা। ছিলেন ডিএম-এসপি-সহ এমনকী বিডিও স্তর পর্যন্ত আধিকারিকবৃন্দ। নবান্ন সূত্রের খবর, তিরিশ মিনিটের বৈঠকে কার্যত অফিসারদের চরম হুঁশিয়ারি দেন মমতা। বর্ধিত হারে মহার্ঘ ভাতার দাবিতে এক শ্রেণির রাজ্য সরকারি কর্মচারী লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাতে যে সরকারি কাজে ক্ষতি হচ্ছে তা সম্প্রতি আদালতও স্বীকার করে নিয়েছে। মুখ‌্যমন্ত্রী এর আগে বেশ কয়েকবার নবান্নের কয়েকটি দফতরে আচমকা পরিদর্শন করে হাজিরার হার কম কেন, টেবিলে জমে থাকা ফাইল নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার দিলেন চরম হুঁশিয়ারি। পাশাপাশি, অফিসারদের উদ্দেশ্যে মুখ‌্যমন্ত্রী বলেন, যাঁরা কাজ করবেন, তাঁদের প্রশংসাও করা হবে।


Post a Comment

Previous Post Next Post