সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি, বৃহস্পতিতে বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ


খবর বাংলা ডিজিটাল ডেস্ক : বৃহস্পতিবার বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ। সুপ্রিম কোর্টে আপাতত পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি। জানা যাচ্ছে, বৃহস্পতিবার থাকছেন না প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সাধারণত যে সব মামলার শুনানি প্রধান বিচারপতির সামনে হয়েছে, সেই মামলাগুলির শুনানি হয় প্রধানবিচারপতির সামনেই। ফলে, তাঁর অনুপস্থিতিতে আরজিকর মামলার শুনানিও বাতিল হল।

শীর্ষ আদালতের নির্দেশিকা অনুযায়ী বৃহস্পতিবার বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ। ফলে তাঁর বেঞ্চে পেশ হওয়ার জন্য তালিকাভুক্ত সব মামলাই এদিন বাতিল হল। এই মর্মেই একটি নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। নয়া নোটিস অনুসারে তাই আগামিকাল বৃহস্পতিবার হচ্ছে না আরজি কর মামলার শুনানি।


ফলত সুপ্রিম কোর্টে স্থগিত থাকছে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলার শুনানি। তবে শুনানি স্থগিত হলেও বৃহস্পতিবার আরজি কর মামলা সংক্রান্ত রিপোর্ট জমা দেবে সিবিআই।

Post a Comment

Previous Post Next Post