সিবিআইয়ের উপর চাপ বাড়াচ্ছে TMC, এক্স হ্যান্ডেলে ৪ প্রশ্ন কুণালের


খবর বাংলা ডিজিটাল ডেস্ক : আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সুবিচার কি মিলবে? সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে গোটা দেশ। ৫ সেপ্টেম্বর শীর্ষ আদালতে শুনানি। তার আগে সিবিআইয়ের উপর চাপ বাড়ালেন তৃণমূল মিডিয়া কমিটির অন্যতম সদস্য কুণাল ঘোষ।

বুধবার এক্স হ্যান্ডেলে চারটি প্রশ্ন পোস্ট করেন কুণাল।

‘১) কলকাতা পুলিশের হাতে ধৃত সঞ্জয় একাই ধর্ষক, খুনি, নাকি আরও কেউ ছিল?’
‘২) এটি বিচ্ছিন্ন কুৎসিত ঘটনা নাকি চক্রের কাজ, অন্য কারণে?’
‘৩) তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা থাকলে তার যথাযথ ইঙ্গিত কী কী?’
‘৪) যারা লোপাটে যুক্ত বা যাদের দায়িত্বে POC,তাদের বিরুদ্ধে ব্যবস্থা কী।’


৯ আগস্টের পর থেকেই সোশাল মিডিয়ায় নানা গুঞ্জন, গুজব ছড়াচ্ছে। উঠে আসছে নানা তত্ত্ব। আর জি করের নির্যাতিতা গণধর্ষিতা হয়েছেন কি না, অন্য কেউ জড়িত কি না, এসব নিয়ে বিস্তর বিভ্রান্তি সোশাল মিডিয়ায়। কুণালের দাবি, এই বিভ্রান্তি দূর করতে হবে। সঞ্জয় একাই নাকি আরও কেউ ছিল, তা স্পষ্ট করতে হবে সিবিআইকে। কলকাতা পুলিশের বিরুদ্ধে উঠছে লাগাতার অভিযোগ উঠছে প্রমাণ লোপাটের। সেই দাবি কি সঠিক, তাও আগামিকাল কেন্দ্রীয় তদন্তকারীদের স্পষ্ট করে সুপ্রিম কোর্টে জানাতে হবে বলে দাবি করেছেন কুণাল ঘোষ।

Post a Comment

Previous Post Next Post