উর্দি পরে করা যাবে না ‘রিল’, বিজ্ঞপ্তি লালবাজারের



শুধু মোবাইল নয়, পুলিশকর্মীদের একাংশ রীতিমত সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়ছেন বলে বার বার বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ আসা শুরু হয়েছিল। শুধু কলকাতা পুলিশ (Kolkata Police) নয়, রাজ্য পুলিশেও মাত্রাতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করার প্রবণতা দেখা গিয়েছে। সম্প্রতি যারা পুলিশ বাহিনীতে যোগ দিয়েছেন তাঁদের মধ্যে এই সমস্যা বেশি দেখা দিয়েছে। অনেকেই উর্দি পরে ‘রিল’ বানাচ্ছেন। সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। নিজেকে ‘হিরো’ প্রমাণ করতে অনেক সময় অভিযানের ভিডিয়ো পোস্ট করছেন। এর ফলে বেশ কিছু ক্ষেত্রে বেড়েছে উদ্বেগ।

গত ২৩ ডিসেম্বর কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার একটি নির্দেশিকা জারি করেছেন। সেই নির্দেশিকা কলকাতা পুলিশের সমস্ত ডিসিদের কাছে পৌঁছে গিয়েছে। ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গাইডলাইনকে উল্লেখ করে এই নির্দেশিকা তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিয়মনীতি অনেকটাই সেখানে বিবরণ দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট করেই বলে দেওয়া হয়েছে আর পুলিশ কর্মীরা নিজেদের ব্যক্তিগত পোস্টে রাষ্ট্রীয় প্রতীক, পুলিশের ব্যাজ, ইউনিফর্ম ব্যবহার করতে পারবেন না। অফিসের ছবি ব্যবহার করে কোন রিল বানাতে পারবেন না।

লালবাজার সূত্রে খবর, ব্যক্তিগত প্রোফাইল থেকে সোশ্যাল মিডিয়ায় যদি কোনও পোস্ট করা হয় যেখানে পুলিশের গাড়ি, অফিস চেম্বার অথবা বিল্ডিংয়ের ছবি ব্যবহার করা হয়েছে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে পুলিশ কর্মীরা কোনও মামলার তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন না। আগাম অভিযান, কাজের পদ্ধতি সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে না। এছাড়া নিষিদ্ধ অ্যাপ ব্যবহার করতে না পারা সহ স্মার্টফোনের লোকেশন, জিও ট্যাগিং সিস্টেম বন্ধ রাখতে হবে।

সূত্রের খবর, অনেকদিন ধরে লক্ষ্য করে এমন নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশের মত এক শৃঙ্খলাপরায়ণ বাহিনীর তথ্য বাইরে বেরিয়ে যাওয়া ঠেকাতে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বলা হয়েছে, এই নির্দেশিকা অমান্য করলে সেন্ট্রাল সিভিল সার্ভিস কন্ডাক্ট রুল, অফিশিয়াল সিক্রেট আইন, তথ্যপ্রযুক্তি আইন, অল ইন্ডিয়া সার্ভিস কন্ডাক্ট রুল অনুযায়ী শাস্তি হবে।

Post a Comment

Previous Post Next Post