ফলে ট্রেন বন্ধের পাশাপাশি একদিকে রাস্তা বন্ধ থাকায় চরম যানজটের আশঙ্কা করা হচ্ছে এই পাঁচদিন। বালিঘাট থেকে বালিহল্টের মাঝে রেল ওভারব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য ২৩ জানুয়ারি রাত ১২ টা থেকে ২৬ জানুয়ারি ভোর চারটে পর্যন্ত শিয়ালদহ- ডানকুনি শাখার ট্রেন চলাচল বন্ধের কথা ঘোষণা করেছিল রেল। ওই সময়ে বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে থাকা প্রায় ৯৫ বছরের পুরনো রেল ব্রিজের গার্ডার বদলের কাজ চলবে।
রেলের তরফে জানানো হয়েছে, এই কাজ চলার কারণে শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল করা হয়েছে ২২ জোড়া ডানকুনি লোকাল। একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেনও। এর পাশাপাশি এদিন এই ব্রিজ রক্ষণাবেক্ষণে একাংশ বন্ধের কথাও জানানো হয়। বালিহল্টে যাত্রীদের ওঠা- নামার জন্য নিবেদিতা সেতুর মাঝেই একটি জায়গা করা হবে বলে ঠিক হয়েছে। বাস থেকে নেমে যাত্রীরা যাতে হাওড়া লাইনের ট্রেন ধরতে পারেন সেই ব্যবস্থা করা হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন বাসমালিক সংগঠনের প্রতিনিধিরা। সারা বাংলা বাস- মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায়, বাস- মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপনারায়ণ বোস, সিটি সাবার্বান বাস সার্ভিসেসের টিটু সাহা প্রত্যেকেই জানান, সরকারের তরফে আমাদের কাছে সহযোগিতার কথা বলা হয়েছে, একটি লেন বন্ধ থাকায়, দিল্লিরোডগামী বাস নিবেদিতা সেতু দিয়ে যাবে। টোলের টাকা লাগবে না বলে জানানো হয়েছে।