আজ বিক্ষিপ্ত বৃষ্টি, বৃহস্পতি থেকে ফের দুর্যোগের আশঙ্কা বঙ্গে


ঘূর্ণিঝড় ছিল না। টানা দুর্যোগও নয়। তার পরেও শনিবার শহর কলকাতায় কার্যত মেঘ ভেঙে পড়ল। সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত শহরে বৃষ্টি হলো ৮৪ মিলিমিটার। যা এই মরশুমের দ্বিতীয় ভারী বৃষ্টি।

তবে এই বৃষ্টি সর্বত্র সমান ভাবে হয়নি। দমদমে বৃষ্টি হয়েছে ৩২ মিলিমিটার। আর উলুবেড়িয়াতে বৃষ্টি হয়েছে ১০০ মিলিমিটার। আবার ডায়মন্ডহারবারে বৃষ্টিই হয়নি।

ঘূর্ণিঝড় ছাড়া কলকাতায় এত বৃষ্টি কিছুটা অস্বাভাবিক বলেই মনে করছেন আবহবিদেরা। তাঁরা বলছেন, স্থানীয় মেঘ থেকেই এই বৃষ্টি হয়েছে। তবে, আগামী বৃহস্পতিবার থেকে নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৪ জুলাই, বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। তার জেরে আগামী সপ্তাহে প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।

Post a Comment

Previous Post Next Post