পর পর জোরালো দুই ভূমিকম্প রাশিয়ায়, সুনামির সতর্কতা জারি


পর পর জোরালো দুই ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। কম্পন অনুভূত হয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জেও। প্রশান্ত মহাসাগরের উপকূলে হওয়া এই জোড়া ভূমিকম্পে আমেরিকার ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জারি করেছে সুনামির সতর্কবার্তা। জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৭.৫।

রবিবার জোরালো কম্পন অনুভূত হয় পূর্ব রাশিয়ার কামচাটকার পূর্ব উপকূলে। পর পর দুই ভূমিকম্প আঘাত হানে ওই এলাকায়। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে সব থেকে জোরালো ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫, যদিও ইউরোপীয় ভূমধ্যসাগরীয় জিওলজিক্যাল সার্ভে জানিয়েছেন সর্বোচ্চ কম্পন মাত্রা ছিল ৭.৪। এই জোরালো ভূমিকম্পের কিছুক্ষণ আগেই ৬.৭ মাত্রার কম্পনে কেঁপে ওঠে প্রশান্ত মহাসাগরের ওই উপকূল।

Post a Comment

Previous Post Next Post