টিকিট কাউন্টারের সামনে তরুণীর শ্লীলতাহানি, অভিযুক্তকে জুতোর মালা পরিয়ে গণধোলাই জনতার


রেলের টিকিট কাউন্টারের সামনে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। শনিবার সকালে হিন্দমোটর স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের একাংশ ওই যুবককে গণধোলাই দিয়ে জুতোর মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দেয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, এ দিন ভোরে ট্রেনের টিকিট কাটতে গিয়েছিলেন তরুণী। সেই সময় সাইকেলে কাউন্টারের সামনে এসে দাঁড়ায় ওই যুবক। অভিযোগ, তার পরেই ওই যুবক ঝাঁপিয়ে পড়ে তরুণীর উপর। আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন তরুণী। ছুটে আসে স্থানীয় বাসিন্দারা।

আশপাশের লোক তাঁর অভিযোগ শুনে যুবককে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করতে শুরু করে। শেষে জুতোর মালা পরিয়ে উত্তরপাড়া পুলিশের হাতে তুলে দেয়। জানা গিয়েছে, ধৃত যুবকের বাড়ি বিহারে। হিন্দমোটরে তার কাকার ফুচকার দোকান। সেখানে কাজ করত ওই যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

চন্দননগরের ডিসিপি অর্ণব বিশ্বাস বলেন, ‘ঘটনার পরেই তরুণী সেখান থেকে চলে যান। স্থানীয় বাসিন্দারাই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। ঘটনার তদন্ত চলছে।’ উত্তরপাড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রবীর কংসবণিক বলেন, ‘দুর্ভাগ্যজনক ঘটনা। স্থানীয়রাই যুবককে ধরে ফেলে। আমাদের এলাকায় আগে এরকম ঘটনা ঘটেনি।’

Post a Comment

Previous Post Next Post