চলতি বছরের এপ্রিল মাসেই পহেলগাঁওয়ে নিরপরাধ, অস্ত্রহীন সাধারণ ট্যুরিস্টদের ওপর আক্রমণ চালায় সন্ত্রাসবাদীর। পাক মদতপুষ্ট জঙ্গিদের আক্রমণের পরেই কড়া ব্যবস্থা নেয় ভারত সরকার। পড়শি দেশে জঙ্গি ঘাঁটি ধ্বংসের উদ্দেশে চলানো হয় 'অপারেশন সিঁদুর'। সেই সন্ত্রাসবাদী আক্রমণের পর কয়েক মাস কেটে গেলেও, সেই আক্রমণের ক্ষত এখনও ভারতীয়দের মনে দগদগে। তারপরেই বিভিন্ন মহল থেকে পাকিস্তানের বিরুদ্ধে সমস্ত খেলাধুলোও বয়কটের ডাক উঠেছিল। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়নি। তবে পহেলগাঁও আক্রমণের পর এই টুর্নামেন্টেই প্রথমবার ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল।
কিন্তু ম্যাচের আগেই হরভজন সিংহ, ইউসুফ পাঠান রিপোর্ট অনুযায়ী জানিয়ে দেন তাঁরা ওই হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আগ্রহী নন। ইরফান পাঠানও সহমত পোষণ করেন। তাঁরা এই বিষয়ে কোনও বিবৃতি দেননি অবশ্য। তবে শিখর ধবন পরবর্তীতে সাফ সাফ জানিয়ে দেন তিনি পহেলগাঁও ঘটনার জেরেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় শিখর ধবন (Shikhar Dhawan) এক মেলের স্ক্রিনশট শেয়ার করে জানান তিনি আগেই বলে দিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে তিনি কোনও ম্যাচ খেলবেন না।