SSC মামলা: কাল জোড়া শুনানি সুপ্রিম কোর্টে


স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইস্যুতে আগামিকাল, সোমবার জোড়া মামলার শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে।

এর মধ্যে একটি হলো, এসএসসি-র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বাধীন বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে, যার শুনানি হতে পারে বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে।

অন্য মামলাটি হলো আদালত অবমাননা সংক্রান্ত। সেখানে নাম রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুপ্রিম কোর্ট সূত্রের খবর, এসএসসি–র ২০১৬–এর প্যানেল খারিজের পরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের একটি সভায় মুখ্যমন্ত্রী কিছু মন্তব্য করেছিলেন।

সেই মন্তব্যের ভিত্তিতেই একটি সংগঠন কনটেম্পট পিটিশন দায়ের করেছে। সুপ্রিম কোর্টের কজ় লিস্ট অনুযায়ী, এই মামলার শুনানি হওয়ার কথা প্রধান বিচারপতি বিআর গভাই, বিচারপতি আর বিনোদচন্দ্রন এবং বিচারপতি এনভি আনজারিয়ার বেঞ্চে।

Post a Comment

Previous Post Next Post