নেপালের জেল থেকে পালিয়েছিলেন! সেই ‘পাকিস্তানি’ মাদক পাচারকারী গ্রেফতার হলেন ত্রিপুরায়


মাদক পাচারের জন্য নেপালে জেল খাটছিলেন। অভিযোগ, সেখানে যুবসমাজের আন্দোলনের সময় জেল থেকে পালিয়েছিলেন ৬৫ বছরের মহিলা। ত্রিপুরায় গ্রেফতার হলেন সেই মহিলা। দক্ষিণ ত্রিপুরার সীমান্ত সংলগ্ন সব্রুম জেলায় গ্রেফতার হয়েছেন তিনি। ধৃত দাবি করেছেন, তাঁর নাম লুই নিঘাত আখতার ভানো। পুলিশের সন্দেহ, তিনি আদতে পাকিস্তানের নাগরিক।

সব্রম স্টেশনে ওই মহিলাকে গ্রেফতার করে রেলপুলিশ। পরে তাঁকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার বলেন, ‘‘মনে করা হচ্ছে, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন ওই মহিলা। তাঁকে জেরা করে আরও তথ্য জানতে চাইছে পুলিশ।’’ প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নেপালের জেল থেকে পালিয়েছেন ওই মহিলা। তিনি কোন দেশের নাগরিক, তা এখনও জেরায় জানতে পারেনি পুলিশ। তবে মনে করছে, তিনি পাকিস্তানের নাগরিক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভানোর স্বামীর নাম মহম্মদ গোলাফ ফারাজ। তিনি পাকিস্তানের শেখুপুরার বাসিন্দা। ১২ বছর আগে ভানো পাকিস্তানি পাসপোর্ট নিয়ে নেপালে গিয়েছিলেন। সেখানে গিয়ে মাদক পাচারের ব্যবসা শুরু করেন। ২০১৪ সালে এক কেজি ব্রাউন সুগার নিয়ে নেপাল পুলিশের হাতে ধরা পড়েন ভানো। ১৫ বছরের জেল হয় তাঁর। গত মাসে নেপালের জেল থেকে পালান। যুবসমাজের আন্দোলনের সময়ে নেপালের জেল থেকে প্রায় ১৩ হাজার বন্দি পালিয়ে যান।

Post a Comment

Previous Post Next Post