জিমে যাওয়ার দরকার নেই, ঘরে বসে যোগব্যায়াম করুন, মহারাষ্ট্রে মহিলাদের পরামর্শ বিজেপি বিধায়কের


জিমে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসে যোগব্যায়াম করলেই হবে। মহারাষ্ট্রের মহিলাদের এমনটাই পরামর্শ দিলেন বিজেপি বিধায়ক গোপীচাঁদ পডলকার। তাঁর বক্তব্য, জিমের লোকজনের উদ্দেশ্য সৎ নয়। অনেক সময়েই ভাল ভাবে কথা বলে, ভুল বুঝিয়ে মেয়েদের জিমে নিয়ে যাওয়া হয়। তার পর তাঁরা সেখানে প্রতারিত হন। তাই জিম এড়িয়ে চলাই ভাল।

গোপীচাঁদের মন্তব্য নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। বিশেষত হিন্দু মহিলাদের ক্ষেত্রে যোগব্যায়ামের পরামর্শটি তিনি দিয়েছেন। শুক্রবার বীড় শহরে একটি জনসভায় যোগ দিয়েছিলেন গোপীচাঁদ। হিন্দু মহিলাদের উদ্দেশে তিনি বলেন, ‘‘একটা বড় ষড়যন্ত্র চলছে। সেটা স্পষ্ট করে বুঝতে হবে। খুব ভাল কথা বলতে পারে, সকলের সঙ্গে ভাল ব্যবহার করে, এমন কারও ফাঁদে পা দেবেন না। প্রতারিত হতে পারেন।’’

এর পরেই জিমের পরিবেশ এবং সেখানকার প্রশিক্ষককে নিয়ে মন্তব্য করেন বিজেপি বিধায়ক। বলেন, ‘‘জিমে আপনার প্রশিক্ষক কে, সেটা খেয়াল রাখতে হবে। যদি বাড়ির কমবয়সি মেয়েরা জিমে যায়, তাদের কাউন্সেলিং করা দরকার। বোঝানো দরকার। মেয়েদের বাড়িতে বসেই যোগব্যায়াম করা উচিত। জিমে যাওয়ার কোনও দরকার নেই। কারণ জিমের লোকজন প্রতারণার ফাঁদ পেতে রেখেছেন। আপনাদের ওঁরা ঠকাচ্ছেন।’’

গোপীচাঁদের বিতর্কিত মন্তব্য অবশ্য এই প্রথম নয়। এর আগে তিনি এনসিপি (শরদ পওয়ার) নেতা জয়ন্ত পাটিল ও তাঁর বাবা-মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। বিতর্ক এতটাই বেড়ে গিয়েছিল যে, এনসিপি কর্মীরা ব্যাপক বিক্ষোভ দেখান, পোড়ানো হয় গোপীচাঁদের কুশপুতুল। পওয়ার নিজে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের কাছে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। মেয়েদের জিমে যাওয়া নিয়ে গোপীচাঁদের মন্তব্যেও মহারাষ্ট্রে অস্বস্তি বেড়েছে বিজেপির।

Post a Comment

Previous Post Next Post