গিরিশ পার্কে কালী পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দুর্গাপুজোর আনন্দের রেশ কাটতে না কাটতেই ফের উৎসবমুখর বাংলা। কালীপুজো ও দীপাবলির রঙে রঙিন হয়ে উঠছে শহর কলকাতা। আলোর উৎসবের সূচনা হচ্ছে আজ থেকেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিকেল থেকে শহরের একাধিক কালীপুজো উদ্বোধন করবেন। গিরিশ পার্ক, জানবাজার, পার্ক স্ট্রিট এবং দক্ষিণ কলকাতার একাধিক পুজো মণ্ডপের উদ্বোধনে মুখ্যমন্ত্রী। এদিন মমতা বলেন, "বাইরে থেকে এখানে লোক আনা হচ্ছে। কিছু লোক ইলেকশানের নাম করে চলে আসে। যাদের কাছে পয়সা আছে তারা এখানে এসে ফ্যাট কিনে নেয়। কাউন্সিলাররা দেখবেন না। আমরা যা করি তা ফটোসেশনের জন্য নয়"।