রবিবার সকাল থেকে আট ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল। কোন পথ দিয়ে যাতায়াত করা যাবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোর ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত সেতুর ওপর দ্বিমুখী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এই সময়ে যানবাহন চলাচলের বিকল্প ব্যবস্থা হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের। দুপুর ২টোর পর ফের সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সেতুর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ করা হবে। এই কাজের জন্যই নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন এবং প্রয়োজনীয় সংস্কারের কাজ এই সময়ে সম্পন্ন হবে বলে প্রশাসন সূত্রে খবর। দ্বিতীয় হুগলি সেতু, যা বিদ্যাসাগর সেতু নামেও পরিচিত, হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স (এইচআরবিসি)-এর অধীনে রক্ষণাবেক্ষিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের এই স্বশাসিত সংস্থা ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়, মূলত হুগলি নদীর উপর সেতু নির্মাণ ও তার রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে। বর্তমানে এইচআরবিসি সেতুটির রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব পালন করছে।
কলকাতা পুলিশ এবং এইচআরবিসি কর্তৃপক্ষ যৌথ ভাবে রক্ষণাবেক্ষণ কাজ করবে বলে জানা গিয়েছে। ট্রাফিক বিভাগ ইতিমধ্যেই বিকল্প রুট সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে, যাতে সাধারণ যাত্রীদের কোনও অসুবিধা না হয়। পুলিশের এক কর্তা বলেন, “সেতুর নিরাপত্তা ও দীর্ঘস্থায়িত্বের স্বার্থেই এই রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। নাগরিকদের সহযোগিতা কাম্য।” রবিবারের এই সাময়িক অসুবিধার পর ফের বিকেল থেকে স্বাভাবিক হবে দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচল।