“রাজ্যকে দেউলিয়া করে দিয়েছে তৃণমূল সরকার”, মমতাকে তুলোধনা করে ফের বিস্ফোরক শুভেন্দু


রাজ্যের অর্থনৈতিক অব্যবস্থাপনা ও কেন্দ্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে ফের তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ করা অর্থ অন্য খাতে সরিয়ে ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি।

শুভেন্দু অধিকারীর বক্তব্য, “বিপর্যয় মোকাবিলার টাকা অন্য খাতে সরাতে দেব না। অনেক রাজ্য প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে। অন্য হাতে অর্থ সরানো অপরাধ। তৃণমূল সরকার রাজ্যকে কার্যত দেউলিয়া করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন। প্রয়োজনে রাজ্যপালকে জানাবো, জনস্বার্থ মামলা দায়ের করা হবে।”

তিনি আরও অভিযোগ করেন, গত পাঁচ বছরে কেন্দ্র বিপর্যয় মোকাবিলার জন্য ৫৯৬০ কোটি টাকা দিয়েছে, যার মধ্যে ১৩৪ কোটি টাকা অন্য খাতে খরচ করা হয়েছে। শুভেন্দুর দাবি, এই অর্থ পঞ্চায়েত দফতরে ট্রান্সফার করা যায় না, কারণ তা দুর্গত এলাকায় ব্যয় করার জন্য বরাদ্দ।

“কেন্দ্রের টাকা ভোটের আগে বাংলার বাড়ি প্রকল্পে বা অন্য কর্মসূচিতে খরচ করা হচ্ছে। আবাস প্রকল্পে ১০ থেকে ২০ হাজার টাকা তৃণমূল নেতাদের ঘুষ হিসেবে দিতে হয়। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য অর্থনৈতিক দুর্নীতির পথে এগোচ্ছে,” — অভিযোগ শুভেন্দুর।

এছাড়া রাজ্যের বিভিন্ন জেলায় SIR আতঙ্কে আত্মহত্যার ঘটনাকে নিয়েও তৃণমূলকে কটাক্ষ করেন তিনি। শুভেন্দুর আশঙ্কা, এই ঘটনাগুলি নিয়ে বিধানসভায় শোক প্রস্তাব আনতে পারে তৃণমূল সরকার।

Post a Comment

Previous Post Next Post