ভুয়ো পরিচয়পত্র বানান ধৃত ৩ আফগান নাগরিক


কেউ টুরিস্ট ভিসায়, আবার কেউ মেডিক্যাল ভিসায় ভারতে এসেছিলেন। এর পরে আফগানিস্তানে ফিরে না গিয়ে এ দেশেই পাকাপাকিভাবে বানিয়েছিলেন ভুয়ো পরিচয়পত্র। নিজেদের পরিচয় ভাঁড়িয়ে আত্মগোপনের অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন আফগান নাগরিককে জেরা করে আরও জানা গিয়েছে, তাঁদের মতো আরও অনেকে এ ভাবে কলকাতায় বসবাস করছেন। সেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন (এসসিও)–র অফিসারেরা আবদুল্লাহ খান, সাহেব খান ও জলত খানকে গ্রেপ্তার করেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, আফগান পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশ করার পরে ভিসার মেয়াদ শেষ হলেও নিজের দেশে ফেরত যাননি। উল্টে ভারতীয় নাগরিক হিসেবে নিজেদের প্রমাণ করতে তাঁরা এ দেশের পরিচয়পত্রও তৈরি করেছিলেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা ভবানীপুরের দেবেন্দ্র ঘোষ রোডে একটি বাড়িতে থাকছিলেন। তাঁদের সঙ্গে আরও দুই সঙ্গী ছিলেন। সুযোগ বুঝে অবশ্য তাঁরা পালিয়ে যান।

স্থানীয়দের ধৃতেরা জানিয়েছিলেন, বড়বাজারে কাপড়ের ব্যবসা করেন। এদের মধ‍্যে সাহেব খান দু’বার ভারতে টুরিস্ট ভিসার আবেদন করেছিলেন। তাঁর পাসপোর্ট ইস্যু হয়েছিল ২০১৩–র এপ্রিলে। যার মেয়াদ শেষ হয়েছে ২০১৯–র ২৪ এপ্রিল। জলত খানের আফগান পাসপোর্ট ইস‍্যু হয়েছিল ২০১৮–এর জুন মাসে। যার মেয়াদ উত্তীর্ণ হয়েছে ২০২৩–এর জুন মাসে।

Post a Comment

Previous Post Next Post