“দুঃখ করবেন না, আপনার ছেলের কোন দোষ নেই", এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় এবার বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের


এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত পাইলট সুমিত সাভারওয়ালের পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর, ২০২৫) সুপ্রিম কোর্টে সুমিতের বাবা পুষ্কর রাজ সাভারওয়াল অভিযোগ করেন যে, দুর্ঘটনার আসল কারণ – বিমানের কারিগরি ত্রুটি – যেটা গোপন রেখে সমস্ত দায় পাইলটদের উপর চাপানোর চেষ্টা করা হয়েছে। তিনি দুর্ঘটনার নিরপেক্ষ তদন্তেরও আবেদন জানান।

এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার ও অসামরিক বিমান চলাচল মন্ত্রক (DGCA)-র কাছে নোটিশ জারি করে আগামী শুনানিতে জবাব দিতে নির্দেশ দিয়েছে। আদালত ৯১ বছর বয়সী পাইলটের বাবাকে সান্ত্বনা দিয়ে বলেন, “দুঃখ করবেন না, দুর্ঘটনায় ছেলের দোষ নেই। প্রাথমিক তদন্তে এমন কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।” আদালত আরও জানায়, বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত পাইলটদের বিরুদ্ধে অভিযোগভিত্তিক প্রতিবেদনগুলি “ভুল ও বিভ্রান্তিকর”।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই মামলার পাশাপাশি এই সংক্রান্ত অপর একটি মামলারও আবেদনও শোনা হবে, এবং পরবর্তী শুনানি ১০ নভেম্বর। এর আগে, ২২ সেপ্টেম্বরের শুনানিতে আদালত এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা তদন্তের কিছু অংশ বাছাই করে প্রকাশ করার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিল। আদালতের মতে, “যেহেতু তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি, তাই গোপনীয়তা বজায় রাখা অপরিহার্য।”

উল্লেখ্য, ১২ জুন আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে টেকঅফের কয়েক মিনিট পরই এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। মেঘানীনগর এলাকার একটি মেডিকেল কলেজের মেসে বিমানটি ভেঙে পড়ে। যেখানে দুপুরে মেডিকেল ছাত্রছাত্রীরা খাওয়া দাওয়া করছিল। দুর্ঘটনায় পাইলট ও ক্রুসহ ২৪১ জন প্রাণ হারান, কেবলমাত্র এক যাত্রী অলৌকিকভাবে বেঁচে যান। কলেজ প্রাঙ্গণেও উনিশজন নিহত হন।

Post a Comment

Previous Post Next Post