এসআইআর-এর জেরে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভিনরাজ্যে কর্মরত শ্রমিক ও পড়ুয়াদের বিশেষ ভাবে সাহায্য করতে হবে। দলের কর্মীদের এই নির্দেশ দিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের ভারচুয়াল বৈঠকে মালদহ ও মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকদের কথা উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “পরিযায়ী শ্রমিকদের জন্য পরিবারের সদস্যরা প্রামাণ্য নথি দিয়ে এনুমারেশন ফর্ম ফিলআপ করতে পারেন। তবে সেই ফর্ম যেন নিখুঁত হয়। আর যদি পরে কোনও প্রশ্ন ওঠে, তবে কিন্তু তাঁকে সশরীরে এসে হাজির হতে হবে। এই বিষয়টি ফর্ম পূরণ করার সময় পরিবারকে জানিয়ে দিতে হবে বিএলএ ২-দের।”
পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলিকে অভিষেকের পরামর্শ, ফর্ম জমা দেওয়ার আগে দিন কয়েক ছুটি নিয়ে বাড়ি ফিরতে পারলে সবচেয়ে ভালো হয়। বহরমপুর সাংগঠনিক জেলার নেতাদের এরপরই অভিষেকের নির্দেশ, “জেলায় ৭০০ বুথ বেড়েছে। আর জেলার বহু মানুষ কিন্তু ভিনরাজ্যে থাকেন। সকলেরই এনুমারেশন ফর্ম ১০০ শতাংশ ফিলআপ করাতেই হবে।” মালদহ জেলার পরিযায়ী শ্রমিকরা যাতে বাড়ি ফিরে আসে, তার জন্য আত্মীয়দের বলার পরামর্শ তাঁর। অভিষেকের কথায়, “একমাস সময় আছে, ফিরে এসে ফর্ম ফিলআপ করতে বলুন।”