রাতবিরেতে মহিলাদের বিপদ থেকে রক্ষা করবেন মহিলারাই। কোনও বিপদের আঁচ পেলেই এবার ‘গোলাপি বুথ’ থেকে ঝাঁপিয়ে পড়বেন মহিলা পুলিশকর্মী ও আধিকারিকরাই। রাতের শহরে নারী নিরাপত্তায় আরও এক ধাপ এগোচ্ছে পুলিশ। সারা শহরজুড়ে পুলিশের ‘পিঙ্ক বুথ’ তৈরির সিদ্ধান্ত নিল লালবাজার। সেইমতো প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশের প্রত্যেকটি ডিভিশনই।
এদিকে, একই সঙ্গে প্রত্যেকটি থানায় মহিলাদের উপর অপরাধের ক্ষেত্রে মহিলা পুলিশ আধিকারিকদের ‘নোডাল অফিসার’ বানানো হচ্ছে। প্রাথমিকভাবে কলকাতা পুলিশের দক্ষিণ-পূর্ব ডিভিশনের প্রত্যেকটি থানায় এই ‘নোডাল অফিসার’ তৈরি করা হয়েছে। ক্রমে কলকাতার আরও ন’টি ডিভিশনে এই ব্যবস্থা চালু হচ্ছে বলে লালবাজার সূত্রের খবর। পুলিশকর্তাদের মতে, মহিলা সংক্রান্ত কোনও অপরাধ, বিশেষ করে যেখানে অভিযোগকারীই হচ্ছেন মহিলা, সেখানে অনেক সময়ই থানার আধিকারিকদের কাছে পুরো বিষয়টি বলতে সংকোচ বোধ করেন। সেই ক্ষেত্রে থানার মহিলা সাব ইন্সপেক্টরের সামনে নিঃসঙ্কোচে পুরো অভিযোগ জানাতে পারবেন অভিযোগকারী মহিলা। ওই মহিলা পুলিশ আধিকারিক নিজে ওই বিশেষ মামলার তদন্তকারী আধিকারিক না হলেও ‘নোডাল অফিসার’ হিসাবে তিনি সংযোগের কাজ করতে পারবেন।