মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী শিল্পাঞ্চল: জামুড়িয়ায় মালগাড়ি–ট্রাক্টর সংঘর্ষে মৃত ১, আহত ২


মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী শিল্পাঞ্চল: জামুড়িয়ায় মালগাড়ি–ট্রাক্টর সংঘর্ষে মৃত ১, আহত ২
 
সপ্তাহের প্রথম দিনেই শিল্পাঞ্চল জামুড়িয়ায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। রেললাইনে মালগাড়ির সজোরে ধাক্কায় ইটবোঝাই একটি ট্রাক্টর তিন টুকরো হয়ে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বুধন হাঁসদা (৩৮)-র। গুরুতর জখম হন আরও দুই শ্রমিক। সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ শেখপুর সংলগ্ন রেললাইনে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নন্ডী এলাকা থেকে ইট বোঝাই করে ট্রাক্টরটি দামোদরপুরের দিকে যাচ্ছিল। সেই সময় শেখপুর রেলগেট পেরোতে গিয়েই বিপত্তি। ঠিক সেই মুহূর্তে চিত্তরঞ্জন দিক থেকে আসা একটি মালগাড়ি ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা মারে। প্রচণ্ড অভিঘাতে ট্রাক্টরটি রেললাইনের দুই পাশে ছিটকে পড়ে এবং প্রায় তিন ভাগে বিভক্ত হয়ে যায়।

ধ্বংসস্তূপে আটকে পড়েছিলেন চালকসহ তিনজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধাক্কার শব্দে এলাকাজুড়ে তৈরি হয় তীব্র আতঙ্ক। মুহূর্তে ছুটে আসেন আশপাশের মানুষজন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী, রেল পুলিশ ফোর্স এবং রেলের উদ্ধারকারী দল।

উদ্ধারকারীরা দ্রুত আহত দুইজনকে হাসপাতালে পাঠান চিকিৎসার জন্য। তবে ট্রাক্টরের মধ্যে আটকে পড়ে থাকা বুধন হাঁসদাকে বের করতে তাঁদের যথেষ্ট সময় লাগে। রেলের উদ্ধারকারী দল গ্রাইন্ডার মেশিন ব্যবহার করে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির অংশ কেটে তাঁকে বের করে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে।

দুর্ঘটনার পর রেললাইনের দু’ধারে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বিঘ্নিত হয়। যদিও রেলের পক্ষ থেকে এই বিপর্যয় নিয়ে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় গোটা জামুড়িয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, রেলগেটে সিগন্যালিং ব্যবস্থা ঠিকমতো কাজ না করায় প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে। এই ঘটনার পর রেলক্রসিংয়ের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি বাড়ানোর দাবি উঠেছে।
বোর রিপোর্ট খবর বাংলা সংবাদ

Post a Comment

Previous Post Next Post