Birbhum: ভুয়ো IPS সন্দেহে এক মহিলাকে আটক করল বীরভূম পুলিস


শুক্রবার ভুয়ো আইপিএস সন্দেহে বীরভূমের পাড়ুইয়ে এক মহিলাকে আটক করল পুলিস। ধৃত মহিলার নাম শর্মিষ্ঠা বেহেরা। পাড়ুইয়ের সেহেনা গ্রামের সেখ নজরুল নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল শর্মিষ্ঠার। নজরুল সিআরপিএফ কর্মী। পোস্টিং ওড়িশায়।

Post a Comment

Previous Post Next Post