শনিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে ডেবরার ১৬ নম্বর জাতীয় সড়কের অর্জুনী এলাকায়। ঘটনাকে কেন্দ্র এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডেবরা ব্লকের ১৬ নম্বর জাতীয় সড়কের অর্জুনী এলাকায় একটি গ্যাস ট্যাঙ্কার গাড়ি কাজ করানোর জন্য গ্যারেজে দাঁড় করায়। তারপরেই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে স্থানীয় মানুষজন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি স্কুল গাড়ি-দুটি লরি।
পাশাপাশি বিস্ফোরণে শব্দে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় এলাকার প্রচুর ঘরবাড়ি।এই ঘটনায় গুরুতর আহত হয়েছে মোট সাতজন। ঘটনার খবর পেয়ে ডেবরা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।