কলকাতা : হঠাৎ অসুস্থ স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ভর্তি করা হল উডল্যান্ড হাসপাতালে। লন্ডন থেকে দাদার শারীরিক অবস্থার খোঁজ নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অ্যাসিডিটির সমস্যা থেকে অসুস্থ হয়ে পড়েছিলেন স্নেহাশিস। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ বোধ করেন তিনি। করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ আসে । তবে আপাতত হাসপাতালেই ভর্তি রাখা হচ্ছে তাঁকে। রাতেই এমার্জেন্সি থেকে আলাদা রুমে স্থানান্তরিত করা হয় স্নেহাশিসকে। রুম নাম্বার ৪১৫ তে রয়েছেন। বেশ কিছু শারীরিক পরীক্ষার জন্য ভর্তি রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।