বেহালা এসি মার্কেট এর বেআইনি নির্মাণ ভেঙে দিল কলকাতা পৌরসভা।


খবর বাংলা সংবাদ ওয়েব ডেস্ক  :

ভেঙ্গে ফেলা হল বেহালা এসি মার্কেট এর ভিতরের বেআইনি নির্মাণ । 

বেহালা ১২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেহালা এসি মার্কেটের ভিতরে চলছিল বেআইনি নির্মাণ । বেশ কিছুদিন ধরে বিভিন্ন সূত্র মারফত এমনটাই অভিযোগ পাওয়া যাচ্ছিল । আর সেই অভিযোগ খতিয়ে দেখার পরেই হাতেনাতে ধরা পড়লো সেই বেআইনি নির্মাণের ছবি । 
এই ঘটনার অভিযোগ ১২০ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুশান্ত ঘোষের কাছে পৌঁছন মাত্রই তার উদ্যোগে এবং কলকাতা পৌরসভার সহযোগিতায় আজ ভেঙে ফেলা হলো সেই নির্মাণ ।  
কিন্তু কেন এই বেআইনি নির্মাণ.? কি পদক্ষেপ নেওয়া হল এই নির্মাণের বিরুদ্ধে? সবটাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন পৌর প্রতিনিধি সুশান্ত ঘোষ  ।
তিনি বলেন ,   "মানুষের আশীর্বাদে ক্ষমতায় আসার পর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোন রকম বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ মতোই মহানাগরিক ফিরহাদ হাকিম এর সাথে আমি এ বিষয়ে কথা বলি এবং কলকাতা পৌরসভার সহযোগিতায় এই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়  আজ ।  "

Post a Comment

Previous Post Next Post