গোপনে কি কারোর সঙ্গে কথা বলছে প্রেমিকা? জানতে পারবেন WhatsApp-র এই দুর্দান্ত ফিচারে


জনপ্রিয় মেসেজিং অ্যাপ Whatsapp-এক চাহিদা ক্রমশ বাড়ছে। এখন এটি মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। পারিবারিক কাজ হোক বা অফিস— সব জায়গায় যোগাযোগের সহজ মাধ্যম হয়ে উঠেছে এই বিশেষ মেসেজিং অ্যাপ। WhatsApp ছাড়া এক পা চলাও বোধহয় সম্ভব নয় বর্তমান দিনে। প্রতিদিনই উন্নতি ঘটছে প্রযুক্তির।

ব্যবহারকারীদের আরও উন্নত পরিষেবা দিতে বদ্ধ পরিকর Meta-ও। তাই প্রতিদিনই তারা নিজেদের অ্যাপে আনছে নানা ধরনের পরিবর্তন। নিত্য নতুন ফিচার যুক্ত করা হচ্ছে Whatsapp-এ। সেই সব ফিচার থেকে অনেক রকম সুবিধা পাওয়া যাবে বলেই মনে করছেন ব্যবহারকারীরা। এবার আসছে এক বিশেষ ফিচার, যা Whatsapp-এ ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ার করার অনুমতি দিতে চলেছে। জানা গিয়েছে সংস্থাটি শীঘ্রই এই নতুন ফিচার লঞ্চ করতে চলেছে।

এই মুহূর্তে এই বিশেষ ফিচারটি পরীক্ষামূলক স্তরে রয়েছে। Whatsapp-এর ফিচার ট্র্যাক করে WABetaInfo নামের একটি ওয়েবসাইট। তারা জানিয়েছে, ব্যবহারকারীরা ভিডিও কলের সময় এই ফিচারের মাধ্যমে নিজেদের স্ক্রিন শেয়ার করতে পারবেন। ঠিক যেমন মিটিং প্লাটফর্মগুলির ক্ষেত্রে করা যায়।

কেমন হতে পারে এই ফিচারটি! ফিচার ট্র্যাকার WebBetainfo তাও জানিয়েছে বিস্তারিত। তারা একটি স্ক্রিনশট প্রকাশ করেছে। সেখানে দেখা গিয়েছে, নতুন এই ফিচারটির জন্য একটি ডেডিকেটেড বোতাম দেওয়া হয়েছে। এই বিশেষ বোতামটি থাকবে ডিসপ্লে-র নিচে। বর্তমানে এই ফিচারটি ব্যবহার করতে পারবেন বিটা ব্যবহারকারীরা। ফিচার ট্র্যাকার বলেছে, এই ফিচারটি Android 2.23.11.19-এর জন্য WhatsApp বিটাতে ইতিমধ্যেই চলে এসেছে।

বিটা ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে এই সংস্করণটি ডাউনলোড করতে পারেন। ব্যবহারকারীরা যদি ভিডিও কলের সময় এই ফিচারটি বেছে নেন, তাহলে তাঁরা স্ক্রিনের বিষয়বস্তু রেকর্ড করতে পারবেন এবং সেগুলি অন্যদের সঙ্গে শেয়ার করতেও পারবেন। ব্যবহারকারীরা যখন খুশি স্ক্রিন শেয়ারিং বন্ধ করতে পারেন। এই ভাবে মিটিং প্লাটফর্মগুলিতে কাজ হয় আরও আগে থেকেই। এবার WhatsApp-ও সেই পথেই হাঁটতে চলেছে।

Post a Comment

Previous Post Next Post