গোটা দেশে মৌসুমী বায়ু অতি সক্রিয় হয়েছে৷ একদিকে আরব সাগর শাখা যেরকম পশ্চিম উপকূল দিয়ে ছড়িয়ে পড়ছে ঠিক সেরকমই বঙ্গোপসাগরীয় শাখাও অতি সক্রিয় হয়েছে৷
আগামী বেশ কয়েকদিনেও এই পরিস্থিতির কোনও পরিবর্তন হবেনা ৷ সব মিলিয়ে জোরদার হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর এই ধরণের পরিস্থিতিতে গোটা দেশেই বৃষ্টি ঘটাচ্ছে৷
আইএমডির সোমবারের ওয়েদার আপডেট অনুযায়ী ২৮ তারিখ পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে৷
বিছিন্নভাবে হলেও আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে৷ এমনকি আগামী ৫ দিন বৃষ্টির পরিস্থিতি জারি থাকবে উত্তর পূর্বভারতের বিভিন্ন রাজ্যগুলিতে ৷ এমনই মৌসমভবন নিজেদের ওয়েদার অ্যালার্টে জানিয়েছে৷
হাওয়া অফিস সূত্রে খবর বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে আর তারই জেরে শেষ রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উথাল পাথাল বৃষ্টি শুরু হয়েছে৷
আজ দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কলকাতার বিভিন্ন অংশে৷
দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস হবে৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ ৷ এর জেরে ফিল লাইক তাপমাত্রা এই প্রবল বৃষ্টিতেও ৪১ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হবে এমনটাই ওয়েদার আপডেটে জানাচ্ছে অ্যাকুওয়েদার৷
তবে বৃহস্পতিবারের পর থেকে ফের আবহাওয়ায় বড় চমক থাকবে৷ এই তুমুল বৃষ্টি কমে গেলেই হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা৷ এমনকি সামনের সপ্তাহে ফের একবার খেলা দেখাবে তাপমাত্রা, এমনকি হিট ওয়েভের সম্ভাবনাও জারি থাকবে৷