মুখ্যমন্ত্রীর সভা ঘিরে উন্মাদনা কোচবিহারে, জনসভা করবেন জলপাইগুড়িতেও


পঞ্চায়েতের প্রচারে এবার কোচবিহার-জলপাইগুড়ি যাচ্ছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার ২৬ জুন কোচবিহার দক্ষিণ বিধানসভার চান্দামারির প্রাণনাথ হাইস্কুল মাঠে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরদিন ২৭ জুন জলপাইগুড়ি জেলার মালবাজারেও সভা করবেন তিনি। মাল শহর এলাকার বাইরে ডামডিম এলাকায় এই সভা হবে। দুটি জায়গাতেই সভার প্রস্তুতির কাজ চলছে।

ইতিমধ্যে শনিবার কোচবিহার জেলার তৃণমূল নেতৃত্ব প্রস্তুতি সভা সারলেন প্রাণনাথ হাইস্কুল মাঠে। সেখানে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে। রবিবার বিকেলেই কোচবিহার পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন বাদে আবারও কোচবিহারে আসছেন নেত্রী। স্বাভাবিকভাবেই দলের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে রয়েছে প্রবল উৎসাহ-উদ্দীপনা। জলপাইগুড়িতেও প্রস্তুতি তুঙ্গে। জলপাইগুড়ি জেলা নেতৃত্ব দফায় দফায় বৈঠক করছেন প্রশাসনের সঙ্গে। কোচবিহার ও জলপাইগুড়িতেও নিরাপত্তার আঁটোসাঁটো বন্দোবস্ত রাখা হবে। উত্তরের এই অংশে প্রচুর চা-শ্রমিক ও বিভিন্ন জনজাতির বাস।

বিভিন্ন ভাষাভাষী এই মানুষগুলোর জন্য রাজ্য সরকার উন্নয়নের কমতি রাখেনি। ঢালাও উন্নয়নের পরও যাতে মানুষের কোনও খামতি না থাকে তার জন্য একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে দলের তরফে। বিজেপির ধর্মের ভিত্তিতে রাজনীতিকে ঠেকাতে ইতিমধ্যেই মাঠে নেমেছেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। জেলাস্তর থেকে ব্লকস্তর পর্যন্ত এবার পঞ্চায়েতের প্রার্থী তালিকায় এসেছে প্রচুর নতুন মুখ। প্রচারে ঝড় তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার স্বয়ং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই জেলায় প্রচারে আসায় কয়েক যোজন পিছিয়ে গেল বিরোধী নেতৃত্ব। দলনেত্রী কী নির্দেশ দেন তার অপেক্ষায় রয়েছে কোচবিহার ও জলপাইগুড়ি।

Post a Comment

Previous Post Next Post