পুজোর আনন্দের সাথে বিশ্বকাপের উন্মাদনাও উপভোগ করবে বাঙালি


খবর বাংলা ওয়েব ডেস্ক: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, এটি নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। এখন তো মহালয়া থেকেই উৎসব শুরু হয়, আর দশমীতে বিদায় জানান মা দুর্গা।

তবে এবারের দুর্গাপুজোর আনন্দ দ্বিগুণ করবে ক্রিকেট বিশ্বকাপ। মঙ্গলবার প্রকাশিত হল আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর সূচি। এবং সেই সূচিতে দেখা যাচ্ছে, দুর্গাপুজো থেকে ভাইফোটা অবধি রয়েছে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ।

পঞ্চমী আর অষ্টমীতে খেলা রয়েছে ভারতের। আগামী ১৯ অক্টোবর পঞ্চমীতে বাংলাদেশের বিরুদ্ধে আর আগামী ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। দুটো ম্যাচই দুপুর দুটোয়, ফলে বাড়িতে দুপুরে জম্পেশ খাওয়াদাওয়া করে কিংবা বাইরে বন্ধু-বান্ধবীদের সাথে লাঞ্চ সেরে মোবাইলে বা টিভিতে খেলা দেখতেই পারে বাঙালি।


এছাড়া ষষ্ঠীতে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান আর সপ্তমীতে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মত হেভিওয়েট ম্যাচ রয়েছে। তবে পুজোয় পুলিশি নিরাপত্তা না দিতে পারার কারণে কলকাতায় কোনও খেলা পড়েনি।

দুর্গাপুজো তো গেল, এবার লক্ষ্মীপুজোয় আসা যাক। ২৮ অক্টোবর লক্ষ্মীপুজোয় কলকাতায় মুখোমুখি হবে বাংলাদেশ ও কোয়ালিফায়ার ১ দল। একই দিনে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের একটি হেভিওয়েট ম্যাচ।


এদিকে আগামী ১২ নভেম্বর কালীপুজোয় কলকাতায় রয়েছে খেলা। সেদিন মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান, যা একটি হেভিওয়েট ম্যাচ। এক দিকে সারা বাংলায় বাজি ফাটবে, আর ইডেনে ব্যাট-বলে ফুটবে ফুলঝুরি।

শেষে ভাইফোঁটার পরের দিন অর্থাৎ ১৬ নভেম্বর কলকাতায় রয়েছে সেমি ফাইনাল। ফলে বাঙালির উৎসবের মরশুমকে আরও স্পেশ্যাল করে তুলতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ।




Post a Comment

Previous Post Next Post