রীতি মেনে ষষ্ঠীর কল্পারম্ভ, ঘট স্নান করিয়ে শারদোৎসবের সূচনা বেলুড় মঠে




কলকাতা: আজ ষষ্ঠী। দেবীর বোধন। ঘট স্নান করিয়ে শারদোৎসবের সূচনা হল বেলুড় মঠে (Belur Math)। আজ রীতি মেনে ষষ্ঠীর কল্পারম্ভ অনুষ্ঠান হয়। সন্ধেয় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান হবে। সকাল থেকেই ভক্তরা আসতে শুরু করেছেন বেলুড় মঠের দেবী দর্শনে। 


Post a Comment

Previous Post Next Post