কলকাতা: অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনই বাংলায় সর্বধর্ম সমন্বয়ে 'সম্প্রীতি মিছিল' মমতা বন্দ্যোপাধ্যায়ের । সেই সভা থেকে বাংলাকে ফের জেগে ওঠার বার্তা দিলেন তৃণমূলনেত্রী। তিনি জানালেন, বাংলার মানুষ সংস্কৃতিবান, সভ্যতার পাদপ্রতীপ। বর্তমান পরিস্থিতিতে দেশকে বাঁচাতে হলে, সর্বধর্ম সমন্বয়কে বাঁচাতে হলে, সব ধর্মের মানুষকে বাঁচাতে হলে, বাংলার মানুষকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে জানান মমতা। অন্যথায় একদল লোক দেশ বিক্রি করে দেবে বলে মন্তব্য করেন।
রবিবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন ঘিরে যখন উৎসবের আমেজ, সেই আবহেই কলকাতায় 'সম্প্রীতি মিছিল' বের করেন মমতা। কালীঘাটের মন্দিরে পুজো গিয়ে, গুরুদ্বার, মসজিদ, গির্জা ছুঁয়ে সভা করেন। সেখানেই বাংলার মানুষকে বার্তা দেন। মমতা বলেন, "বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানাই। আপনারা সংস্কৃতিবান মানুষ, সভ্যতার পাদপ্রদীপ। আপনাদের ঘরেই আলোকিত হয়েছিল সভ্যতার আলো। আপনাদের সবাইকে প্রণাম জানাই। আজ বাংলার মানুষকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দেশ বাঁচবে, সর্বধর্ম বাঁচবে, রামকৃষ্ণ বাঁচবেন, বিবেকানন্দ বাঁচবেন, সবধর্মের মানুষ বাঁচবেন। ভোট কাছে এলে একটা দল দেশকে বিক্রি করে দিয়ে চলে যায়। আমার লজ্জা লাগে।"