খাস কলকাতায় বাগবাজার থেকে উদ্ধার করা হল রহস্যময় অগ্নিদগ্ধ দেহ

খাস কলকাতায় বাগবাজার থেকে উদ্ধার করা হল রহস্যময় অগ্নিদগ্ধ দেহ

বাগবাজারের নিবেদিতা লেনে একটি নির্মীয়মান বহু তলের একদম নিচের তলা থেকে এক ব্যক্তির অর্ধদগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। তবে এই ঘটনা খুনের নাকি আত্মহত্যা তা এখনো জানা যায়নি। স্থানীয় শ্যামপুকুর থানার পুলিশ ইতিমধ্যে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। তবে পুলিশ এর প্রাথমিক তদন্তে অনুমান , সম্ভবত খুনই করা হয়েছে ওই ব্যক্তিকে। তবে কে বা কারা এই খুন করেছে তা এখন তদন্ত সাপেক্ষ।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান, মৃত এই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে খুনের পর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে পুরো বিষয়টি এখনো ধোঁয়াশার মধ্যেই রয়েছে। ওই ব্যক্তির ময়নাতদন্তের সমস্ত রিপোর্ট আসার পরই আসল ঘটনা স্পষ্ট জানা যাবে বলে জানিয়েছে শ্যামপুকুর থানার পুলিশ আধিকারিকেরা। 

সূত্রের খবর, শনিবার সকালে ঘটনাস্থলের স্থানীয় বাসিন্দারা একটি অস্বাভাবিক পোড়া গন্ধ পান বলে অভিযোগ করেন। অনেক খোঁজাখুঁজির পর ওই পোড়া গন্ধের উৎস পাওয়া যায়। তারা বুঝতে পারেন ওই নির্মীয়মান বহু দল থেকে আসছে ওই গন্ধ।  তারপর সেখানে গিয়েই এলাকার স্থানীয়রা দেখতে পান এক ব্যক্তির দগ্ধ দেহ পড়ে রয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনারস্থলে এসে পুলিশ জানতে পারে, বহুতলের গেটে তালা লাগানো ছিল। এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বা তার বেশি । পুরো ঘটনার জেরে বাগবাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Post a Comment

Previous Post Next Post