খবর বাংলা সংবাদ ডিজিটাল :- বাঙালির বেড়াতে যাওয়ার তালিকায় বরাবরই উপরের দিকেই থাকে সমুদ্রনগরী দিঘা। দিঘার আনাচ-কানাচ বাঙালির বড্ড চেনা। কর্মব্যস্ত জীবন থেকে দিন কয়েকের ফাঁক পেলেই বাঙালির একটি বড় অংশ আজও দিঘায় পাড়ি জমান। মকর সংক্রান্তিতে এই দিঘাতেই দেখা গেল দারুণ এক ছবি। দিঘার সমুদ্র সৈকতের এমন রূপ দেখে হতবাক এলাকার ছোট-বড় ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের অনেকে।
আজ মকর সংক্রান্তি। সূর্যদেবকে প্রণাম করে পুণ্যর্জনের মহতী ছবি রাজ্যের দিকে-দিকে। গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela 2024) লক্ষ লক্ষ পুন্যার্থীর উপচে পড়া ভিড়। সংক্রান্তির পুণ্যক্ষণে সমুদ্রনগরী দিঘাতেও দেখা গেল অভূতপূর্ব এক ছবি। যা দেখে হতভম্ব এলাকার ছোট-বড় ব্যবসায়ী, হোটেলমালিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও।
মকর সংক্রান্তির পুণ্য তিথিতে বিপুল ভিড় দিঘায়। দিঘার সমুদ্র সৈকতে যেন জনপ্লাবন। কাতারে কাতারে পর্যটকের উপচে পড়া ভিড়ে সমুগ্রনগরী দিঘা গমগম করছে। সোমবার সকালে নিউ দিঘার সমুদ্র সৈকতে থিক থিকে ভিড়। বিপুল ভিড়ে ঠাসা দিঘার সি-বিচে গা গলানোর উপায় নেই। দিঘার সমুদ্র সৈকতে এদিন পুণ্যস্নান সরাতে দেখা গেল পর্যটকদের অনেককে।
ভিড়ে ঠাসা দিঘার সমুদ্র সৈকত।
পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষদেরও এদিন দিঘার সমুদ্রে পুণ্যস্নান সারতে দেখা গিয়েছে। এদিকে দিঘায় এই বিপুল ভিড়ের আভাস পেয়ে স্থানীয় প্রশাসনও এদিন আগেভাগে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছিল। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে দিঘা থানার তরফেও পর্যাপ্ত সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছে। সমু্দ্র সৈকতে পুলিশ ও অন্য নিরাপত্তাকর্মীদের কড়াকড়ি চোখে পড়ার মতো। সেই সঙ্গে জলপথেও স্পিড বোটে টহল দিতে দেখা গিয়েছে সুরক্ষাকর্মীদের।
মকর সংক্রান্তির সকালে দিঘার সমুদ্র সৈকতে বিপুল ভিড় পর্যটকদের। অনেকেই সারলেন পুণ্যস্নান।
এক কথায় মকর সংক্রান্তির দিনে ভিড়ে ঠাসা দিঘা। হোটেলগুলির ঘরও কানায় কানায় পূর্ণ। এই ভিড়ের সুযোগে অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণেও সচেষ্ট প্রশাসন। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের (DSDA) তরফে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।