রামমন্দির উদ্বোধনে উত্তরপ্রদেশে সরকারি ছুটি, ৫ রাজ্যে ঘোষিত ‘ড্রাই ডে’




রামমন্দির উদ্বোধনের (Ram Mandir Inauguration) দিন দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা হতে পারে? এমনই জল্পনা ছড়িয়ে পড়ল সোমবার। এদিনই উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার জানিয়েছে, রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে রাজ্যের সমস্ত অফিস ছুটি থাকবে। তার পরেই জল্পনা শুরু হয়, গোটা দেশেও কি একই নির্দেশ দেবে কেন্দ্র সরকার? অন্যদিকে, রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে ২২ জানুয়ারিকে ড্রাই ডে ঘোষণা করেছে পাঁচটি বিজেপি শাসিত রাজ্য।

এক সপ্তাহ পরেই রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন। রামলালার মূর্তি প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশজুড়ে নানাভাবে পালিত হবে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিটি বুথে সরাসরি দেখানোও হবে রামমন্দিরের উদ্বোধন। তার আগেই রাজ্যজুড়ে ছুটি ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, “রামমন্দিরের উদ্বোধন হল বিশ্বাস, খুশি আর আনন্দের দিন। রাজ্যের সমস্ত স্কুল আর সরকারি অফিস ওই দিন ছুটি থাকবে। এছাড়াও বন্ধ থাকবে সমস্ত মদের দোকান।” ইতিমধ্যেই জানা গিয়েছে, রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে পিছিয়ে দেওয়া হয়েছে লখনউ বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা।

পাশাপাশি, দেশের পাঁচটি রাজ্যে ওইদিন ড্রাই ডে ঘোষিত হয়েছে। উত্তরপ্রদেশের পাশাপাশি রাজস্থান, অসম, ছত্তিশগড়, উত্তরাখণ্ডেও ২২ জানুয়ারি বন্ধ থাকবে সমস্ত মদের দোকান। আরও বেশ কয়েকটি রাজ্যে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে অনুমান। তার মধ্যেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি গোটা দেশেও রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে ছুটি দেবে কেন্দ্র সরকার? ওয়াকিবহাল মহলের দাবি, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে সরকারের অন্দরে।




Post a Comment

Previous Post Next Post