উত্তর থেকে দক্ষিণ, মাঘের শীতে জবুথবু বাংলা, বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়?


হাড়কাঁপানো শীতে জবুথবু বাংলা (West Bengal)। উত্তর থেকে দক্ষিণ জাঁকিয়ে ঠান্ডায় কাঁপছে বাংলা। শহর থেকে জেলা, শীতের দাপট সর্বত্র। সোমবারই কলকাতার সর্বনিম্ন তাপমাত্র নেমেছিল ১২ ডিগ্রিতে। মঙ্গলবারও পারদ পতন অব্যাহত।

আরও কয়েকদিন ঠান্ডার এই মারকাটারি দাপট থাকবে। এরই মধ্যে ফের একবার তৈরি হয়েছে বৃষ্টির (Rain) সম্ভাবনা। শৈত্যপ্রবাহে (Cold wave) কাঁপবে একাধিক জেলা। আবহওয়ার বিস্তারিত আপডেট জেনে নিন।

আবহাওয়া দফতরের পূর্বাভাস , মাঘের শুরুতেই শীতের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। মঙ্গল থেকেই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার বৃষ্টি হতে পারে কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও নদিয়া জেলায়। বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। সোমবার মকর সংক্রান্তির দিন পারদ সামান্য ঊর্ধ্বমূখী হয়েছিল। কিন্তু মঙ্গলবার আবার পারদ নেমেছে। পুরুলিয়া জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শীতের এই স্পেল আরও ২৪ ঘণ্টা চলবে বলে জানা গিয়েছে।

জমিয়ে শীত উত্তরবঙ্গের সব জেলাতেই। ঠান্ডা হাড় কাঁপাচ্ছে দার্জিলিং, কালিম্পঙে (Kalimpong)। হাড়াকাঁপানো শীত গায়ে মেখেই পাহাড় বেড়াচ্ছে পর্যটকের দল। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সোমবার দার্জিলিঙের (Darjeeling) তাপমাত্রা ৩ ডিগ্রিতে নেমে গিয়েছিল। আগামী কয়েকদিন সেটা আরও কমতে পারে। বুধবার দার্জিলিং-সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে।

Post a Comment

Previous Post Next Post