বাঁকুড়া: শুরু হয়ে গেল বিষ্ণুপুর মেলা। সোমবার বিকেলে বিষ্ণুপুর হাইস্কুল প্রাঙ্গণে যদুভট্ট মঞ্চে মেলার উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, জ্যোৎস্না মান্ডি, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী–সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। ছিলেন বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন, পুলিশ সুপার বৈভব তিওয়ারি–সহ প্রশাসন ও পুলিশের আধিকারিকরা।
বিষ্ণুপুর মেলার সঙ্গেই জোট বেঁধে এ দিন থেকে শুরু হয়েছে বাঁকুড়া জেলা সবলা মেলা ও জেলা সৃষ্টিশ্রী মেলা। একযোগে মেলা তিনটি চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়া ২৮ ও ২৯ ডিসেম্বর হবে নাটক ও যাত্রা উৎসব।
এ বার ৩৭তম বর্ষে মেলার থিম যামিনী রায়। বিখ্যাত চিত্রশিল্পীর আঁকা ছবি দিয়ে সাজানো হয়েছে মেলার মূল গেট। মেলা হচ্ছে বিষ্ণুপুর হাই স্কুল ও কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন মোট চারটি মাঠে। বিভিন্ন অনুষ্ঠানের জন্য করা হয়েছে চারটি মঞ্চ। মেলার দিনগুলোয় স্থানীয়দের পাশাপাশি অনুষ্ঠান পরিবেশন করবেন কলকাতা, মুম্বইয়ের শিল্পীরাও।
যানজট এড়াতে মেলা প্রাঙ্গণ থেকে কিছুটা দূরত্বে মোট নয়টি পার্কিং জ়োন তৈরি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বানানো হয়েছে একটি কিউআর কোড। কোন পথে যাবেন, কোথায় মোটরবাইক বা গাড়ি পার্ক করবেন, কোন রাস্তায় ওয়ান ওয়ে ট্র্যাফিক, কোথায় যানবাহনের জন্য নো এন্ট্রি, মেলার কোথায় কোন মঞ্চ, কোথায় পুলিশ সহায়তা কেন্দ্র, কোথায় মেডিক্যাল ক্যাম্প এ সবেরই সুলুকসন্ধান মিলবে ওই কিউআর কোড স্ক্যান করলে। চারটি ওয়াচ টাওয়ার করা হয়েছে নজরদারির জন্য। মেলা চত্বরে বসানো হয়েছে শতাধিক সিসিটিভি ক্যামেরা। এ ছাড়া ড্রোন ক্যামেরার মাধ্যমেও চলবে নজরদারি।