ভারতের মাটিতে দুর্ঘটনার কবলে প্রতিবেশী দেশের যুদ্ধবিমান! গুরুতর জখম ৬


খবর বাংলা সংবাদ ডিজিটাল :- মিজোরামের লেংপুই বিমানবন্দরে অবতরণের সময় পিছলে গিয়ে দুর্ঘটনার কবলে মায়ানমারের একটি যুদ্ধবিমান। এই দুর্ঘটনায় অন্তত ছয়’জন গুরুতর আহত হয়েছেন, সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, ওই বিমানে পাইলট সহ মোট ১৪ জন আরোহী ছিলেন। মিজোরাম পুলিশের ডায়েরেক্টর জেনারেল জানিয়েছেন, আহতদের লেংপুই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, পাহাড়ঘেরা লেংপুই বিমানবন্দরে মঙ্গলবার বেলা ১১টা নাগাদ অবতরণ করতে গিয়ে পিছলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মায়ামমারের যুদ্ধবিমানটি। সম্প্রতি মায়ানমারে বিদ্রোহীদের আক্রমণ মোকাবিলায় সীমান্ত পার করে ভারতে অনুপ্রবেশ করছে মায়ানমারের সেনা। ইতিমধ্যেই মায়ানমার সেনার ১৮৪ জন সদস্যকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারত। তাঁদের কয়েকজনকে উদ্ধার করে দেশে ফেরাতে মিজোরামে এসেছিল ওই বিমানটি।

Post a Comment

Previous Post Next Post