হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে। সোমবার অবশ্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিতে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি তাপমাত্রা থাকবে। দক্ষিণবঙ্গের ছয় জেলায় চরম তাপপ্রবাহ থাকবেই, পাশাপাশি বাকি জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।
কোন জেলায় কত ছুঁয়েছে পারদ?
কলকাতা- ৪০.৮ ডিগ্রি (স্বাভাবিকের থেকে ৫.২ ডিগ্রি বেশি) - হিট ওয়েভ, দমদম- ৪২ ডিগ্রি (+৫.৪) - হিট ওয়েভ, ক্যানিং ৪২ ডিগ্রি (+৫.৩) - হিট ওয়েভ, ব্যারাকপুর ৪৩ ডিগ্রি (+৫.১)- সিভিয়র হিট ওয়েভ, মেদিনীপুর ৪৪.৫ ডিগ্রি (+৬.৬)- সিভিয়র হিট ওয়েভ, কৃষ্ণনগর ৪১.৮ ডিগ্রি (+৪.৭) - হিট ওয়েভ, বাঁকুড়া ৪৪.৬ ডিগ্রি (+৪.৭) - সিভিয়র হিট ওয়েভ, পানাগড় ৪৫.১ ডিগ্রি (+৭.২)- সিভিয়র হিট ওয়েভ, বর্ধমান ৪২ ডিগ্রি (+৫.৭)- হিট ওয়েভ, আসানসোল ৪৩.৪ ডিগ্রি (+৪.৭)- হিট ওয়েভ, সিউড়ি ৪২ ডিগ্রি (+৬.৭)- হিট ওয়েভ।
এদিকে, ৪১ ডিগ্রির দরজায় কড়া নাড়ছে কলকাতার তাপমান। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে পশ্চিমের জেলায়। শুক্রবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া। পশ্চিমের শুকনো হাওয়ায় গরম ও অস্বস্তি আরও বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে লু এর পরিস্থিতি। তাপমাত্রা ৪৫ ডিগ্রির ঘরে।
কোন কোন জেলায় তাপপ্রবাহ?
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম- এই ছয় জেলায় চরম তাপপ্রবাহের (সিভিয়ার হিট ওয়েভ)সতর্কবার্তা। তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে লু বইবে। শুক্রবার পর্যন্ত ৭ জেলায় চরম তাপপ্রবাহের পরিস্থিতি বাকি জেলাতেও তাপপ্রবাহ।
মৌসম ভবনের তরফে বলা হয়েছে, মূলত ওড়িশাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে সোমবার ও মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা হাওয়া বইতে পারে।
হাওয়া অফিসের তরফে অলা হয়েছে, উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব পড়ছে। নিচের দিকে তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। মালদা উত্তর ও দক্ষিণ জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি। উপরের দিকে জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমে যাবে, বাড়বে তাপমাত্রা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য জেলাগুলিতে। মঙ্গলবার ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
কলকাতায় আজ দিনভর গরম বাতাস লু বইবার সম্ভাবনা। আগামী কয়েকদিন চরমে উঠবে আবহাওয়া। আশঙ্কা আবহাওয়া বিজ্ঞানীদের। সপ্তাহ জুড়ে তাপপ্রবাহ চলবে। শুকনো গরম ও অস্বস্তি চরমে। সর্বোচ্চ তাপমাত্রা আরো বাড়তে পারে। আজ পরিষ্কার আকাশ। গরম ও অস্বস্তিতে কাটবে সারাদিন। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৯ থেকে ৮৭ শতাংশ।