বেঙ্গালুরু বিস্ফোরণে কাণ্ডের মূল চক্রীরা মাত্র ২ ঘণ্টার জন্য বাংলায় লুকিয়েছিল! বাংলার পুলিশ তাদের ধরে দিয়েছে। রাজ্য পুলিশের সাফল্য। দিনহাটার সভা থেকে দাবি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বেঙ্গালুরুতে রামেশ্বরমের ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় বাংলা থেকে ধরা পড়েছে দুই সন্দেহভাজন। গ্রেফতার হয়েছে এনআইএ-এর হাতে। তারপর থেকেই লাগাতার রাজ্য সরকারকে নিশানা করে তোপ দেগেছে বিজেপি। বাংলা সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বলে তোপ দেগেছেন অমিত মালব্য। কোচবিহারের সভার মঞ্চ থেকে তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, 'বেঙ্গালুরুতে যাঁরা বোমা ফেলেছিল, তাঁরা কর্ণাটকের বাসিন্দা। বাংলায় লুকিয়েছিল, ২ ঘণ্টায় ধরে দিয়েছে রাজ্য পুলিশ। বাংলার মানুষ শান্তিতে থাকে, বিজেপির সহ্য হয় না।'