রেড রোডের নমাজেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এজেন্সি ইস্যু। তোপ দাগলেন এনআইএ-ইডি-সিবিআই নিয়েও। মমতার সাফ বার্তা, “এজেন্সিকে ভয় পাই না। প্রাণ থাকতে বাংলা এনআরসি, সিএএ হতে দেব না।” শেষে মমতার হুঁশিয়ারি, “আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু আমাকে ভয় পায়।”
বৃহস্পতিবার খুশির ইদ। সকালেই রেড রোডে নমাজের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই অভিন্ন দেওয়ানি বিধি থেকে সিএএ-এনআরসি বিরোধী কড়া বার্তা দিলেন মমতা। এমনকী, ‘এজেন্সি-রাজ’ নিয়েও তোপ দাগেন তিনি। কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “এবার নির্বাচনে সকলের বিরুদ্ধে এনআইএ, সিবিআই, ইডি লেলিয়ে দিচ্ছে। এর থেকে ভালো আমি বলেছি, একটা জেলখানা বানিয়ে দিন। সকলে সেখানে চলে যাবে। কিন্তু ১৩২ কোটি মানুষকে জেলে ভরতে পারবেন তো? আমরা রয়্যাল বেঙ্গল বাঘের মতো লড়াই করি।” তাঁর অভিযোগ, নির্বাচনের সময় বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করছে। তাদের টোপ দেওয়ার চেষ্টা করছে।
এর পরই মমতার দাবি, কেন্দ্র অভিন্ন দেওয়ান বিধি আনছে কেন্দ্র। তাঁর কথায়, “মাছের মাথা হল সিএএ, ল্য়াজা এনআরসি আর মাছের পেটটা হল অভিন্ন দেওয়ানিবিধি। কিন্তু আমরা মানব না। গায়ের জোর আমরা মানি না। নো সিএএ, নো এনআরসি, নো ইউসিসি। সকলের নিজস্ব অধিকার যেমন ছিল তেমন থাকবে।” মোদি-শাহকে নিশানা করে মমতার খোঁচা, “জনতার ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছেন। আমরা নাগরিক না হলে আপনারাও নাগরিক নন।”