কলকাতা এয়ারপোর্টে বিমানে বোমাতঙ্ক, চলছে তল্লাশি


খবর বাংলা ডিজিটাল ডেস্ক : কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক। বিমানের যাত্রীদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড, CISF আধিকারিকরা। তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও বোমা উদ্ধার হয়নি।

শুক্রবার সকালে হঠাৎ কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। কলকাতা থেকে পুনের উদ্দেশ্যে বিমানটি রওনা দেওয়ার কথা ছিল। মোট ১০০ জন যাত্রী নিয়ে এই বিমানটি রওনা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। বিমানটি যখন রানওয়েতে যাবে ঠিক সেই সময় একটি খবর আসে। তারপরেই বোমাতঙ্ক ছড়ায় বিমানটিতে। বিমানটির উড়ান থামিয়ে এই মুহূর্তে সেটিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। যাত্রীদেরকে নামিয়ে আনা হয়েছে। বিমানবন্দরের ভিতরে থাকা বম্ব স্কোয়াডের সদস্যরা, সিআইএসএফ আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। অন্যদিকে একটি উচ্চ পর্যায়ে বৈঠক হচ্ছে বিমান বন্দর কর্তৃপক্ষের।

প্রসঙ্গত, এপ্রিলের শেষদিকে পরপর দুবার কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সেবার মেল পাঠানো হয়েছিল কর্তৃপক্ষকে। হুমকি দেওয়া হয়, বিমানবন্দর উড়িয়ে দেওয়া হয় বলে। তার পরই CISF জওয়ানরা চিরুনি তল্লাশি শুরু করেন। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও কিছু মেলেনি। কোথা থেকে মেল এসেছিল, সেই হদিশও পাওয়া যায়নি প্রথমে। যাত্রীদের লাগেজে খুঁটিনাটি তল্লাশি করা হয়েছিল। এবার যাত্রীর দাবি ঘিরে ফের বোমাতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দরে।

Post a Comment

Previous Post Next Post