খবর বাংলা ডিজিটাল ডেস্ক : রানাঘাটেও জয়ী তৃণমূল। রানাঘাট দক্ষিণ আসনে জয়ী হলেন তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী।
গণনার শুরু থেকেই এগিয়ে যান তৃণমূলের মুকুটমণি। তাই নিয়ে টানটান উত্তেজনা ছিল গণনা কেন্দ্রে। একটা সময় তাঁকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান ওঠে বলে অভিযোগ তুলে গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে যান বিজেপি প্রার্থী মনোজকুমার বিশ্বাস। পুলিশই নিরাপত্তা দিয়ে তাঁকে বার করে দেয়।
জয়ের পর মুকুটমণি বলেন, ‘‘বিজেপি মানুষের খবর রাখে না। পিছিয়ে পড়া শ্রেণির মানুষের কথা বিজেপি ভাবে না। এটা মানুষ বুঝে গিয়েছে। মানুষের এই ভাবনারই প্রতিফলন ঘটল আজকের ফলে। আমি খুশি। মানুষের আস্থাকে সম্মান জানাতে আমি তৈরি।"