মাঝরাতে বেপরোয়া গতিতে গাড়ি, বাইক আরোহীকে ধাক্কা, গ্রেপ্তার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়


খবর বাংলা ডিজিটাল ডেস্ক : মাঝরাতে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা। গ্রেপ্তার ছোটপর্দার নায়ক সম্রাট মুখোপাধ্যয়।  সোমবার গভীর রাতে বেহালার রাজা রামমোহন রায় রোডের ঘটনা। অভিযোগ, অভিনেতা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা দেয়। তার পর এক বাইক আরোহীকে ধাক্কা দিলে আরোহী জখম হন। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ গ্রেপ্তার করে সম্রাট মুখোপাধ্যায়কে। আজ তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে বলে সূত্রের খবর।

সম্রাট মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে টেলিভিশনের অতি পরিচিত মুখ। একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া সম্রাটের নিজের নৃত্য ও অভিনয়ের প্রশিক্ষণ কেন্দ্র আছে। সেখান থেকে পড়াশোনা করে শুধু অভিনয় জগতেই নয়, সংবাদমাধ্যমে নিজেদের কেরিয়ার গড়েছেন অনেকে। সম্রাট বিভিন্ন অভিনয় কর্মশালাও করে থাকেন। এই মুহূর্তে ছোটপর্দার ‘আকাশ কুসুম’ ধারাবাহিক নিয়ে ব্যস্ত সম্রাট।

শোনা গিয়েছে, সোমবার রাতে নিজের কাজ সেরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বেহালার রাজা রামমোহন রায় রোডের কাছে দুর্ঘটনাটি ঘটে। 

Post a Comment

Previous Post Next Post