জেলে গুরুতর অসুস্থ ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু! সুস্থতা কামনায় বছর শুরুতে প্রার্থনা



গুরুতর অসুস্থ বাংলাদেশে কারাবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। সূত্রের খবর, তাঁর রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা কমে গিয়েছে। চট্টগ্রামের জেলে তিনি ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। এই অভিযোগে সরব হয়ে উঠেছে সেখানকার হিন্দু সংগঠনগুলি। আগামী ২ জানুয়ারি তাঁর জামিন মামলার শুনানি। তার আগে অসুস্থতার খবরে উদ্বেগ বাড়ল। চিন্ময় প্রভুর দ্রুত আরোগ্য কামনায় ইসকনের তরফে নতুন বছরের শুরুর দিনই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের প্রতিটি মন্দির কর্তৃপক্ষের কাছে ওইদিন প্রার্থনাসভার জন্য আবেদন করেছে ইসকন। 

প্রায় দেড় মাস ধরে দেশদ্রোহ মামলায় জেলবন্দি বাংলাদেশে অত্যাচারিত হিন্দু সমাজের প্রতিবাদী মুখ ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। পতাকা অবমাননার অভিযোগে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহ মামলা দায়ের করেছে ইউনুস সরকার। চট্টগ্রামের কারাগারে বন্দি করা হয়েছে তাঁকে। মেলেনি জামিন। আইনজীবীরা বারবার হুমকি, আক্রমণের মুখে পড়ে মনোবল কিছুটা হারিয়েছেন। জামিন মামলার শুনানিতে একাধিকবার তাঁরা আদালতে দাঁড়িয়ে সওয়াল করতে পারেননি। ফলে বারবার তা পিছিয়ে গিয়েছে। পরবর্তী শুনানি আগামী ২ জানুয়ারি।

তবে তার আগে চিন্ময় প্রভুর অসুস্থতার খবরে উদ্বেগ বাড়ল। বাংলাদেশের হিন্দু সংগঠনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, জেলবন্দি সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। জেলে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না তাঁর। যদিও আরেক সূত্রের দাবি, রবিবার কারাগারে গিয়ে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করেছেন চিকিৎসকরা, দেওয়া হয়েছে ওষুধও। এনিয়ে বিশেষ বার্তা দিয়েছেন ইসকনের সর্বভারতীয় প্রেসিডেন্ট রাধারমন দাস। এই অবস্থায় চিন্ময় প্রভুর দ্রুত আরোগ্য কামনায় দেশের সমস্ত হিন্দু এবং মন্দির কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হচ্ছে, আগামী ১ জানুয়ারি বিশেষ প্রার্থনার আয়োজন করা হোক। ২ তারিখ ফের চট্টগ্রামের নিম্ন আদালতে চিন্ময় প্রভুর জামিনের শুনানি। ওইদিন তিনি যাতে জামিন পান, তার জন্য আপ্রাণ চেষ্টা করছেন বর্ষীয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষ। 

Post a Comment

Previous Post Next Post