মায়াপুরে রুম বুকিংয়ের নামে বিরাট প্রতারণা, অভিযোগ পেতেই 'অ্যাকশনে' ইসকন, ভক্ত ও তীর্থযাত্রীদের জন্য জারি সতর্কতা


উৎসবের মরশুমে বিরাট প্রতরণার বড়সড় পর্দা ফাঁস! নতুন বছরের শুরুতেই মায়াপুরে তীর্থযাত্রী ও পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে সক্রিয় প্রতারক চক্র। এবিষয়ে ইসকন মায়াপুরের তরফে সকল ভক্ত ও তীর্থযাত্ররীদের অনলাইন প্রতারণা চক্রের বিষয়ে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। 

ইসকনের তরফে জানানো হয়েছে, ভুয়ো রুম বুকিং ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপ-বুকিং চ্যানেলের মাধ্যমে ইতিমধ্যেই ভারত ও বিদেশ থেকে আগত বহু ভক্ত ও পর্যটক আর্থিকভাবে প্রতারিত হয়েছেন। ঘটনার প্রেক্ষিতে মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি এফআইআর দায়ের করেছে এবং বিষয়টি তদন্তাধীন।

ইসকন সূত্রে জানা গেছে, প্রতারকরা মায়াপুর ইসকনে ভক্তদের রুম বুকিংয়ের নাম ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছে। ঘর পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে অনলাইনে বুকিং নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের নজরে আসা এমনই একটি অননুমোদিত ওয়েবসাইট হল www.prabhupadvillage.com। এছাড়া একই ধরনের আরও বেশ কয়েকটি ভুয়ো ওয়েবসাইট সক্রিয় রয়েছে বলে ইসকনের তরফে জানানো হয়েছে। এই সকল ওয়েব সাইটের মাধ্যমে রুম বুকিং করলেই প্রতারিত হচ্ছেন ভক্ত ও তীর্থযাত্রীরা। 

এবিষয়ে ইসকন কলকাতার ভাইস-প্রেসিডেন্ট রাধারমণ দাস জানান, "এই ভুয়ো ওয়েবসাইটগুলি অত্যন্ত পেশাদারভাবে তৈরি হওয়ায় সহজেই মানুষ বিভ্রান্ত হচ্ছেন। উৎসবের সময় ঘরের চাহিদা বেশি থাকায় প্রতারকরা ছাড় বা বিশেষ সুবিধার প্রলোভন দেখায়। কিন্তু টাকা জমা নেওয়ার পরই তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়"।

ইসকন স্পষ্টভাবে জানিয়েছে, মায়াপুরে রুম বুকিংয়ের জন্য একমাত্র সরকারি ও অনুমোদিত ওয়েবসাইট হল https://www.visitmayapur.com/।
 এর বাইরে কোনও ওয়েবসাইট, এজেন্ট, হোয়াটসঅ্যাপ নম্বর বা ফোন কলের মাধ্যমে বুকিং সম্পূর্ণ অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে মন্দির কর্তৃপক্ষ।

এই প্রতারণার ফলে বহু পরিবার চরম বিপাকে পড়েছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে, অনেক ক্ষেত্রে বিদেশ থেকেও, পরিবার ও শিশুদের নিয়ে মায়াপুরে এসে অনেকে জানতে পারছেন তাঁদের করা বুকিংটি ভুয়ো। বহু ক্ষেত্রে প্রতারিত ব্যক্তিরা পুরো টাকাই হারিয়েছেন বলে অভিযোগ।

এফআইআর দায়েরের বিষয়টি নিশ্চিত করে রাধারমণ দাস বলেন, এটি বিশ্বাস ও আস্থার উপর সরাসরি অপরাধমূলক আঘাত। শুধু ভক্তরাই নন, সাধারণ পর্যটকরাও আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন। এই ঘটনা জানতে পেরেই মায়াপুর আইনগত পদক্ষেপ নিয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে।

ইসকনের পক্ষ থেকে ভক্ত ও পর্যটকদের পরামর্শ দেওয়া হয়েছে রুম বুকিং করতে হবে শুধুমাত্র সরকারি ওয়েবসাইটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ-ভিত্তিক বুকিং বা ব্যক্তিগত ফোন কল এড়িয়ে চলতে হবে, অতিরিক্ত ছাড় বা তাড়াহুড়োর প্রলোভনে বিভ্রান্ত না হতে হবে এবং টাকা দেওয়ার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইটের ইউআরএল ভালোভাবে যাচাই করতে হবে।

মন্দির কর্তৃপক্ষ সকলের কাছে এই সতর্কবার্তা ছড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছে, যাতে মায়াপুরে আগত ভক্ত ও পর্যটকদের পবিত্র ও আধ্যাত্মিক যাত্রা কোনওভাবেই প্রতারণার কারণে তিক্ত অভিজ্ঞতায় পরিণত না হয়।

Post a Comment

Previous Post Next Post