আর জড়িয়ে ধরতে পারবেন না মা-কে, তারাপীঠে বদলে গেল নিয়ম, জানুন বিস্তারিত



তারাপীঠে মা তারার দর্শণ হেতু প্রচুর ভক্তের আগমন হয়। কালীভক্ত-মাতৃভক্ত-তারাভক্তের ঢল নামে তারাপীঠে। বিশেষ করে কৌশিকী অমাবস্যায় তো আর কথাই নেই। বহু দর্শর্নার্থী, সাধকরা উপস্থিত হন এখানে। কেউ মানতের পুজো দিতে আসেন। কেউ আবার নিছকই একবার তারাকে দর্শণ করতে ঘুরে যান সেখানে। তবে চলতি বছরে বদলে গেল তারাপীঠের কিছু নিয়ম।

পৌষ মাসের প্রথম দিন থেকে বদল আনা হয়েছে। নতুন নিয়ম চালু হয়েছে তারাপীঠের মা তারার মন্দিরে। কয়েকদিন আগে প্রশাসনিক বৈঠক হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি সহ-সভাপতি ও সেবাইতরা। যেখানে জেলাশাসক মন্দির নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই নিয়ম আজ পৌষ মাসের এক তারিখ থেকে চালু হয়ে গেল।

           নয়া নিয়মগুলি কী?

  1. নির্দিষ্ট সময় মন্দির খুলতে হবে ও বন্ধ করতে হবে।
  2. নির্দিষ্ট সময় মায়ের মন্দিরে ভোগ নিবেদন করতে হবে।
  3. দু’টি লাইন পুজোর জন্য রাখতে হবে, অতিরিক্ত লাইন করা যাবে না। তারমধ্যে জেনারেল লাইনকে এক ঘণ্টা আগে চালু করতে হবে। তারপর বিশেষ লাইন খোলা হবে।
  4. মন্দিরের গর্ভগৃহের ভেতরে গোলাপজল-আলতা ইত্যাদি দেওয়া যাবে না।
  5. প্রতিমার চরণ স্পর্শ করা যাবে। তবে প্রতিমাকে জড়িয়ে ধরা যাবে না।
  6. নিষিদ্ধ হয়েছে মোবাইল। অর্থাৎ মন্দিরে মোবাইল নিয়ে ঢোকা যাবে না।

এ প্রসঙ্গে মন্দিরের সেবাইত বলেন, “ভক্তদের জন্যই তারাপীঠ। তাঁদের যাতে কোনও অসুবিধা না হয় সেই কারণে যৌথ মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Post a Comment

Previous Post Next Post