দীর্ঘ জটিলতার পর অবশেষে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্র। মঙ্গলবার তাঁকে ভারচুয়ালি আদালতে পেশ করার পরই গ্রেপ্তারের নথি আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, তদন্তের স্বার্থে সুজয়কৃষ্ণকে নিজেদের হেফাজতে চাইছে সিবিআই। এদিকে তাঁর তীব্র বিরোধিতা করেছেন কালীঘাটের কাকুর আইনজীবী।